কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন মেহরীন

- আপডেট সময় : ০৩:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ১৭৫৯ বার পড়া হয়েছে
কলকাতার আইসিসিআরে অনুষ্ঠিত হলো বঙ্গনারী সম্মাননা ।সেখান পুরস্কার পেলেন সঙ্গীতশিল্পী মেহরীন। ভারতে মেহরীনের হাতে সম্মাননা তুলে দেন হিউমান রাইটস এর চেয়ারম্যান বুম্বা চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়া কার্পা , আয়োজক সুরিয়া সিনহা, অভিনেত্রী সোমা চক্রবর্তী।
সুরিয়া সিনহা এবং উইনারস প্রেজেন্টস তাকে এ পুরস্কার দিয়েছে রেডউইন ইন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ। ২রা জুলাই সন্ধ্যায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সত্যজিৎ রায় অডিটরিয়ামে এই অনুষ্ঠান হয়। বাংলার সফল নারীদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মাননা। বিনোদন অঙ্গনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ থেকে সঙ্গীতশিল্পী মেহরিনকে দেওয়া হয় এই পুরস্কার।
তিনি ছাড়াও মমতা শংকর, অপরাজিতা আঢ্যসহ ১৯ জনকে এবার সম্মাননা দিয়েছে সংগঠনটি। যে সব মায়েরা সন্তানদের এগিয়ে নিতে নিজেরা আজীবন আড়ালে থেকে যান তাদের প্রতি বঙ্গনারী সম্মাননাটি উৎসর্গ করেছেন সংগীতশিল্পী মেহরীন।