কলংকিত জেলহত্যা দিবস আজ

- আপডেট সময় : ০১:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
কলংকিত জেলহত্যা দিবস আজ। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে এদিনে কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতা- তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধংস করে, দেশকে পিছিয়ে দেয়ার এই ষড়যন্ত্র যুক্ত ছিল বঙ্গবন্ধুর খুনী মোস্তাক সরকার ও কিছু সেনা সদস্য।
১৯৭৫ সালের ২রা নভেম্বর মধ্যরাতে কেন্দ্রীয় কারাগারে ঘুমাচ্ছিলেন জাতির চার সূর্য সন্তান তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী , এ এইচ এম কামরুজ্জামানসহ অন্য কয়েদীরা। হঠ্যাৎ-ই পাগলাঘন্টি বেজে ওঠে। সেলে ঢোকে সশস্ত্র ঘাতকরা, রিসালদার মোসলেমউদ্দীন, দফাদার মারফত আলী ও আবুল হাসেম মৃধা। ফজরের আজানের আগেই একযোগে ব্রাশ ফায়ার করে হত্যা করে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতাকে।
তারপরও বেঁচে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। আহত অবস্থায় পানির জন্য কাতর কন্ঠে ডাকছিলেন। বিনিময়ে মিলেছিল বেয়নেট চার্জ আর নৃশংস মৃত্যু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে আগস্টে যে দেশবিরোধী বর্বরতার সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় ঘটে ৩রা নভেম্বর নির্মম জেল হত্যাকান্ড। পৃথিবীর ইতিহাসে যা আর কখনো ঘটেনি। কেন্দ্রীয় কারাগারে সে বর্বরতার চিহ্ন এতদিন পরেও মনে করিয়ে দেয়, তখনকার রাষ্ট্রীয় মদদেই ঘটেছিল এ নারকীয় হত্যাযজ্ঞ।