কর্মী পাঠাতে মালয়েশিয়া বাংলাদেশ সমঝোতা স্মারক সই

- আপডেট সময় : ০১:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
কর্মী পাঠাতে মালয়েশিয়া বাংলাদেশ সমঝোতা স্মারক সই হয়েছে আজ। দীর্ঘ ৩ বছরের বেশি সময় পর মালয়েশিয়ার শ্রমবাজারে দরজা খুলছে বাংলাদেশীদের জন্য। সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান। কুয়ালালামপুরে এ চুক্তি সই হয়। এ সময় উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত ১০ ডিসেম্বর বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া। বিশেষ করে গৃহকর্মী, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নেবে দেশটি। চুক্তি সই সম্পন্ন হওয়ায় এসব খাতে বাংলাদেশি কর্মীরা দেশটিতে যেতে পারবে।
আগের চেয়ে এবারের সমঝোতা স্মারকে বেশকিছু বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- জিটুজি প্লাস পদ্ধতি উল্লেখ থাকছে না; যুক্ত হচ্ছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি; থাকছে কর্মীদের বাধ্যতামূলক বীমা; কর্মীদের দেশে ফেরার ব্যবস্থা ও খরচ বহন করবে নিয়োগদাতা; চুক্তি মেয়াদে কর্মীদের দায়িত্ব নিতে হবে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিকেও; বয়স নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত। ১০ই ডিসেম্বর মালয়েশিয়ার কেবিনেটে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।