কর্মহীন, দুস্থ -অসহায় মানুষের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত

- আপডেট সময় : ০৮:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
করোনার প্রার্দুভাবে দেশব্যাপী কর্মহীন, দুস্থ -অসহায় মানুষের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন। এছাড়া ভ্রাম্যমাণ চিকিৎসা সেবাও প্রদান করা হচ্ছে।
চট্টগ্রামে করোনা পরিস্থিতিতে কর্মহীন শতাধিক ইমাম-মুয়াজ্জিমের নগদ সহায়তা ও দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করেছেন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
করোনা ভাইরাসের স্থবির হয়ে যাওয়া খুলনার দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মহানগর যুবদল। সকালে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কর্মহীন ও দু:স্থ মানুষের মাঝে ইদ সামগ্রী বিতরণ করেন ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া। এ পর্যন্ত সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১০ হাজার দরিদ্র পরিবারে মাঝে খাদ্য করেছেন তিনি ।
কুমিল্লা বরুড়া উপজেলায় উন্মুক্ত বাজারের মাধ্যমে দু’দিন ব্যাপী ২৫০টি অস্বচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
নোয়াখালী ৩ আসনের সাবেক এমপি বরকত উল্যাহ বুলুর পক্ষ থেকে বেগমগঞ্জের রাজগঞ্জে অসহায়, দুস্থ ও কর্মহীন প্রায় ৩শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রামে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতি।
দুপুরে কুড়িগ্রাম টেলিভিশন ফোরামের উদ্যোগে আদর্শ পৌর বাজারে জেলার ৩৫৪ টি পরিবারের মাঝে ৫শ’ টাকা করে বিতরণ করা হয়।
বগুড়ায় কর্মহীন শ্রমিকদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
৭০ জন শ্রমিক ও তাদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদানসহ অনুদানের চেক বিতরণ করা হয়।
ময়মনসিংহ নগরীতে পাঁচ শতাধিক কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মেহেরপুরের গাংনীর বিভিন্ন গ্রামের কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসূল।
গোপালগঞ্জে ঘরবন্দি এক হাজার ৪শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজার কমিটি।
বিএনপি সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র পক্ষ থেকে নাটোরের গুরুদাসপুরে করোনায় কর্মহীন অসহায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গোলাম মোস্তফা ফাউন্ডেশনের উদ্যোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াদুদ বাবু ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ৪ ইস্টবেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে অসহায় মুক্তিযোদ্ধা, দরিদ্র ও দুঃস্থ ৬৫৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী, সিনেটাইজার, মাস্কসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে.কর্নেল জে এ এম বখতিয়ার উদ্দীন পিএসসি।
পিরোজপুরের কাউখালি উপজেলায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না।
ইউকেএআইডির আর্থিক সহয়তায়, উত্তরা উন্নয়ন প্রকল্প সোসাইটির উদ্যোগে দুপুরে সিরাজগঞ্জের কাজীপুরে যমুনার চরাঞ্চলে মোট ৮৮৪ জন দুস্থ কর্মহীন অসহায় মানুষের মাঝে নগদ অর্থ দেয়া হয়েছে ।
ঝিনাইদহে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন শৈলকুপা উপজেলার পীড়াগাতী গ্রামের আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশন।