কর্মহীন ও দরিদ্রদের বিনামূল্যে খাবার দেয়ার উদ্যোগ নিয়েছেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মোকাবেলায় এবার এগিয়ে এলেন আইসিসির এলিট প্যানেলের পাকিস্তানি আম্পায়ার আলিম দার। লাহোরে তার নিজ রেস্টুরেন্টে কর্মহীন ও দরিদ্রদের বিনামূল্যে খাবার দেয়ার উদ্যোগ নিয়েছেন এই পাকিস্তানি।
করোনা মহামারিতে পুরো বিশ্বই কোণঠাসা। কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন শ্রমজীবী মানুষ। এবার এগিয়ে এলেন আলিম দার। ৩৪৬টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতাসম্পন্ন আলিম দার এক ভিডিও বার্তায় শ্রমজীবী মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। আলিম দার জানান, কর্মহীন এবং অভাবী মানুষদের জন্য তার রেস্টুরেন্টে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বিনামূল্যে খাবার বিতরণ করবে। এর আগে পাকিস্তানি ক্রিকেটাররাও নিজ দেশে করোনা মোকাবেলায় ৫০ লাখ পাকিস্তানি রুপি দান করেছিলেন।