কর্ণফূলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণকাজ শুরু হয়েছে

- আপডেট সময় : ০২:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে কর্ণফূলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণকাজ শুরু হয়েছে। আগামী বছরের শেষেই পানির নিচে দিয়ে যানবাহন চলাচলের টার্গেট নিয়ে কাজ করার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। যা পুরোপুরি বাস্তবায়িত হলে চীনের সাংহাই শহরের মতো ওয়ান সিটি টু টাউনের রূপ পাবে বন্দর নগরী চট্টগ্রাম। আর ব্যবসায়ী নেতারা বলছেন, টানেলটির সুফল পেতে হলে নদীর ওপারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে মার্কেটিং শুরু করতে হবে এখনই।
কর্ণফুলীর তলদেশে নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম টিউবের কাজ শেষ হয়েছে সফলভাবে। এবার শুরু হলো দ্বিতীয় টিউবের কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শেষেই যানবাহন চলবে কর্ণফূলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল দিয়ে। ফুটেজ-১ ও ২
টানেলের দু’পাশে সংযোগ সড়কের কাজও শেষের পথে। দ্বিতীয় টিউবের খননকাজ চলাকালেই প্রথম টিউবের ভেতরে যান চলাচলের সড়ক নির্মাণ চলবে সমানতালে। টানেলটি অপারেশনে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সংযুক্ত করার কথা জানিয়েছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়।
আর বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক জানান, প্রথম টিউব খননের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো কম সময়ে দ্বিতীয় টিউব খনন করা সম্ভব হলেও দুই টিউবের মাঝে তিনটি আন্তঃসংযোগ তৈরীই এখন প্রধান চ্যালেঞ্জ।
এদিকে ব্যবসায়ী নেতারা জানান, টানেলের সুবিধা পেতে হলে নদীর ওপারে পরিকল্পিত নগরায়নের পাশাপাশি শিল্পায়নও গড়ে তুলতে হবে। যার মার্কেটিং শুরু করতে হবে এখনই।
২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে এই বৃহৎ প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে কাজের অগ্রগতিতে কিছুটা হোঁচট খেলেও এক বছর ৫ মাসের মধ্যেই প্রথম টিউবের খনন কাজ শেষ হওয়া ছাড়াও এ পর্যন্ত প্রকল্পের ৬১ শতাংশ কাজ শেষ হয়েছে। ফুটেজ-৩