বন্দরনগরী চট্টগ্রাম, স্মৃতির পাতায় ২০২০

- আপডেট সময় : ০২:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নানান ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে আরো একটি বছর পার করলো বন্দরনগরী চট্টগ্রাম। করোনাকে পুজি করে একদল অসাধু ব্যবসায়ীর জীবণরক্ষাকারী চিকিৎসা সামগ্রী নিয়ে কারসাজি। পেঁয়াজ, আলু, চাল এমনকি গুজব ছড়িয়ে লবনের বাজার অস্থির করে তোলার মতো ঘটনাও ঘটেছে দফায় দফায়। বছর শেষে এসে রাজনৈতিক আলোচনায় জায়গা করে নেয় কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। এতসব আলোচনার মাঝে অর্জনের ঘরও বেশ বড়সড়। কর্ণফূলী টানেলের প্রথম টিউবের কাজ শেষ হয়েছে নির্ধারিত সময়ে। মাতারবাড়ি জেটিতে জাহাজ ভেড়াসহ চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে ট্রানজিট ট্রান্সশিপমেন্টের সফল ট্রায়ালও হয়েছে এবছর।
ক’ঘন্টা পড়েই মহাকালের গর্ভে হারিয়ে যাবে আরো একটি বছর। নতুন আশা আর প্রত্যাশায় খ্রীস্টিয় নতুন বছরকে বরণ করে নেবে বিশ্ব। বিদায়ী বছরের শেষ সময়ে এসে তাই স্মৃতির পাতায় একটু ঢু-মেরে আসা।
তেসরা এপ্রিল হঠাৎ করেই ছন্দপতন ঘটে বন্দরনগরীর জনজীবনে। কারণ এদিনই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় চট্টগ্রামে। ক’দিনের মাঝেই আইসোলেশন, কোয়ারেন্টিন, ভেন্টিলেশন, প্লাজমার মতো নতুন সব চিকিৎসা পদ্ধতির সঙ্গে পরিচিত হতে হয় সবাইকে। ঘড়ি, মানিব্যাগের মতো সঙ্গী হয় মাস্ক, হ্যান্ডস্যনিটাইজারসহ অপরিচিত সব জীবাণুনাশক।
ভারতের পেঁয়াজ রপ্তানী বন্ধের অজুহাতে ২০১৯ সালের শেষে অস্থির হয়ে ওঠা পেয়াজের বাজার নিয়ন্ত্রণে আসেনি এবছরও; এরওপর গুজব ছড়িয়ে আলু, লবন চালসহ নিত্যপণ্যের বাজার অস্থির করে তোলার চেষ্টা চলেছে দফায় দফায়।
২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করলেও করোনার কারনে সপ্তাখানেক আগে তা স্থগিত করে নির্বাচন কমিশন। আগের পরিষদের মেয়াদ পার হওয়ায় প্রথমবারের মতো প্রশাসক নিয়োগের ঘটনাও ঘটে এবছর।
করোনার কারণে বছরজুড়েই রাজনৈতিক অঙ্গন অনেকটা ঝিমিয়ে পড়লেও শেষে এসে উত্তাপ ছড়াই কওমি মাদ্রাসা ভিত্তিক আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম। নিজেদের অরাজনৈতিক দাবি করা এই সংগঠনটির নেতাকর্মীরা দুই ভাগে ভাগ হয়ে বিভক্তিতে জড়াই প্রকাশ্যে। এরই জের ধরে টানা তিনদিন হাটহাজারী মাদ্রাসায় অবরুদ্ধ থেকে মৃত্যুর কোলে ঢলে পড়েন সংগঠনটির প্রতিষ্ঠাতা আল্লামা শাহ আহমদ শফি।
এতসব আলোচিত ঘটনার মাঝে যেসব অর্জন আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নাম উজ্জল করেছে তার একটি; কর্ণফূলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল। দক্ষিণ এশিয়ার প্রথম; নদীর তলদেশে নির্মিত এই টানেলের প্রথম টিউবের কাজ শেষ হয় এবছর। চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সফল ট্রায়ালের পাশাপাশি মাতারবাড়ি গভির সমুদ্রুবন্দরের জেটিতে নোঙ্গর করে পণ্যবাহী জাহাজ।