কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে দুই জেলে নিখোঁজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে দুই জেলে নিখোঁজ হয়েছে। উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলীর আনু মাঝির ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভোর ৬টার দিকে নৌ-পুলিশের অভিযান শুরু হয়। এখনও উদ্ধার অভিযান চলছে। সদর ঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানায়, আনু মাঝির ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে নদীর ঘূর্ণনের মধ্যে পড়ে যায় তারা। তিনি আরও জানান, এ সময় নৌকা উল্টে তিন জেলের মধ্যে দুইজন নিখোঁজ হয়। আরেক জেলে সজীব দাস সাঁতরে তীরে উঠে আসে।