কর্ণফুলী নদীতে মাকসুদা-২ নামে পণ্যবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ১৯৩৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাকসুদা-২ নামে পণ্যবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে থাকা ১৩ নাবিকের মধ্যে ১২ জন সাতরে তীরে উঠতে সক্ষম হলেও একজন এখনো নিখোঁজ রয়েছে।
গতকাল গভির রাতে কর্ণফূলী নদীর সদরঘাট এলাকায় এই জাহাজ ডুবির ঘটনা ঘটে। সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ জানান, দুর্ঘটনায় কবলিত জাহাজটি বহি:নোঙ্গর থেকে আমদানিকরা সার নিয়ে কর্ণফূলী নদীতে ফিরছিলো। এসময় সদরঘাট এলাকায় এলে হাঠাৎ করেই তলা ফেটে পানি
ঢুকতে শুরু করে। এসময় জাহাজে থাকা নাবিকরা দ্রুত জাহাজ চালিয়ে তীরে আসার চেষ্টা করেও ব্যার্থ হয়। কিছু সময়ের মধ্যেই জাহাজটি ডুবে যায়। কাছাকাছি থাকা সাম্পানের সহায়তায় জাহাজটির ১২ নাবিক তীরে আসতে পারলেও একজন সার্ভেয়ার এখনো নিখোজ রয়েছে।



























