করোনা সংক্রমণ সন্দেহে লন্ডন প্রবাসী নারীর মৃত্যুর ঘটনায় ৫টি বাড়ি লকডাউন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাশীনাথ রোডের শাহবাগ আবাসিক এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে লন্ডন প্রবাসী এক নারীর মৃত্যুর ঘটনায় ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।
৬৫ বছর বয়সী ওই নারী গেলো রাতে নিজ বাড়িতে ষ্ট্রোক করলে, তাকে সদর হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগেই তিনি মারা যান। এলাকাবাসী জানান, ওই নারী দিন-পনেরো আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন। তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। তার গ্রামের বাড়ি সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ভাদগাঁও গ্রামে। মৃত্যুর খবর জানাজানির পর সিভিল সার্জন ডা: তওহিদ হোসেনসহ অন্য ডাক্তার, মেয়র ফজলুর রহমান ও পুলিশ ওই নারীর বাসায় আসেন। সেখানে সিভিল সার্জন বাসার ভেতরে প্রায় ৩ ঘন্টা অবস্থান করেন। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মীদের সঙ্গে নিয়ে তিন তলা বাড়িটিসহ আশেপাশের ৫টি বাড়িতে বাইরের দিকে তালা ঝুলিয়ে দেয়া হয়।