করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই ২ হাজারের বেশি রোগী শনাক্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মহামারী করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই তৃতীয় দিনের মত ২ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে । গেলো ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ২১ জনের।
এ নিয়ে মৃতের মোট সংখ্যা ৬ হাজার ২৭৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ আর নারী ৭ জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানায়, গেলো ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করেছেন ১৬ হাজার ৪৬৯ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরো জানায়, মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জন। একদিনে ১ হাজার ৮৯৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন । তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৫৪ হাজার ৭৮৮ জন হয়েছে। বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ