করোনা সংকটকে ঘিরে একশ্রেণীর অসাধু চক্র প্রতারণার আশ্রয় নিয়ে মানুষ ঠকাচ্ছে

- আপডেট সময় : ০৭:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
করোনার নমুনা পরীক্ষা, সনদ ও প্লাজমা ডোনেশনসহ বিভিন্ন সংকটকে ঘিরে একশ্রেণীর অসাধু চক্র প্রতারণার আশ্রয় নিয়ে মানুষ ঠকাচ্ছে। এ অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার এসব প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, আসন্ন ঈদে করোনা সংক্রমণের বিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি বলেন, কিছু মানুষ সংক্রমণ লুকিয়ে তথ্য গোপন করে চলাফেরা করছেন,আবার কেউ করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গিয়ে বিমান বন্দরে পজিটিভ হিসেবে চিহ্নিত হচ্ছেন। লক্ষণ দেখা দিলে আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তথ্য গোপনের সাথে দেশের ইমেজ, লাখ লাখ প্রবাসীর ভাগ্য এবং ভবিষ্যতও জড়িত। তাই রোগ গোপন না করে স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ জানান তিনি।