করোনা শঙ্কা এড়াতে পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের

- আপডেট সময় : ০১:৩৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে সাধারণত কেউ মারা যায় না। তবে, ঋতু পরিবর্তনের ফলে এসব রোগে আক্রান্তরা মারা যান অন্য কারণে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এসব উপসর্গ দেখা দিলে কোয়ারেন্টাইনে থাকার পাশাপাশি শঙ্কা এড়াতে পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। এসএটিভি’র সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তারা।
চীনের উহান থেকে বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এর প্রাদুর্ভাবের শঙ্কায় দেশে সবার মাঝে কাজ করছে চরম আতঙ্ক।
ভূগৌলিক কারণে ঠান্ডা গরম আবহাওয়ায় প্রতিনিয়ত সর্দি,কাশি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয় এ অঞ্চলের বাসিন্দারা। সম্প্রতি ঋতুর পরিবর্তনের কারণে দেশের বিভিন্ন এলাকায় এসব উপসর্গ নিয়ে হাসপাতালে গিয়ে করোনা সন্দেহে চিকিৎসা সেবা পাচ্ছেন না অনেকে। এতে ৩০ জনের বেশী মারা যান। যা অমানবিক বলেও মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
তবে সর্দি,কাশি, জ্বর ও শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে কোয়ারিন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান মনে করেন সর্দি,কাশি ও জ্বরের সাথে শ্বাসকষ্ট হলে করোনার উপসর্গ হতে পারে।
সংকটময় করোনা পরিস্থিতিতে রোগী ও চিকিৎসক উভয়কে রক্ষা করে চিকিৎসা দেয়ার পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকের ।
করোনা টেস্ট করে সঠিক চিকিৎসা নেয়ার পরামর্শও দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।