করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
জামালপুর ও সাতক্ষীরায় করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
জামালপুরে করোনা রোগীদের সুরক্ষার জন্য অক্সিজেন সিলিন্ডার, মাক্স, স্যানিটাইজার ও সাবান বিতরণ করেছে সদর আসনের এমপি মোজাফ্ফর হোসেন। সকালে সদর আসনের সংসদ সদস্যের পক্ষে জামালপুর জেনারেল হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার, ১২ হাজার মাক্স, ৬শ’ পিস সাবান বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সাপোর্ট ও স্বাস্থ্য সেবা প্রদানের জন্য করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সকালে ইটাগাছা এলাকায় এ হেল্প সেন্টারের উদ্বোধন করেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।