করোনা মোকাবেলায় যথেষ্ট সময় পেয়েও তার সদ্ব্যবহার করতে পারেনি সরকার: মান্না
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
করোনা মোকাবেলায় সরকারকে সর্বশক্তি দিয়ে এগিয়ে আসার আহ্বান জানানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
দুপুরে জাতীয় প্রেসক্লাবের করোনা পরিস্থিতি ও করণীয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি অভিযোগ করেন, করোনা মোকাবেলায় যথেষ্ট সময় পেয়েও তার সদ্ব্যবহার করতে পারেনি সরকার। তাদের অবহেলার কারণেই পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে বলেও জানান তিনি। এ পরিস্থিতি মোকাবেলায় জরুরি কিট আমদানিসহ হাসপাতালগুলোকে পর্যাপ্ত প্রস্তুতি রাখার দাবি জানান মান্না। এছাড়া বিদেশ ফেরত সবার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার দাবিও জানান। পাশাপাশি সংকট মোকাবেলায় সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।










