করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এই কমিটির নেতৃত্বে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।
মাঠ পর্যায়ে জনসচেতনতা সৃষ্টিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই এই সিদ্ধান্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় প্রয়োজনীয় কার্যক্রম নির্ধারণে এক দিক নির্দেশনা দেয়া হয়। প্রস্তাবিত কমিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্য, যুব, কৃষি, আনসার ভিডিপি’র মাঠপর্যায়ের কর্মকর্তা, মসজিদের ইমাম, এনজিও প্রতিনিধি, হাট-বাজার সমিতির নেতারা থাকবেন। এই কমিটি জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, চিকিৎসা বিষয়ক পরামর্শ ও সহায়তা প্রদান, ভ্যাকসিন প্রদানে উদ্বুদ্ধকরণ ও সহায়তা প্রদানের জন্য কাজ করবে।