করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ দুর্বল :রুহুল কবির রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ দুর্বল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার কোয়ারান্টাইন সম্পর্কে জনগণকে সচেতন না করে তাদেরকে আটকের মধ্য দিয়ে অর্থদন্ড এবং সাজা দিয়ে নির্যাতন করছে বলেও অভিযোগ করেন তিনি।
গণতান্ত্রিক সরকার না হওয়ায় জনগণের প্রতি জবাবদিহিতা নেই বলেই সরকার এমন করছেন বলে দাবি করেন রিজভী। করোনা প্রতিরোধে সরকারের নেয়া পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় জনগণ আতঙ্কিত হয়ে নিত্যপণ্য সংগ্রহের হিড়িক পড়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। করোনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে রাজধানীর মালিবাগে লিফলেট বিতরণ কার্যক্রম চালায় বিএনপি- রুহুল কবির রিজভী