করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশে থেকে আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বাতিল

- আপডেট সময় : ১০:৪১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস প্রতিরোধে মধ্যরাত থেকে ব্রিটেন, চীন, থাইল্যান্ড ও হংকং ছাড়া বাংলাদেশে থেকে আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ বিবেচনায় চারটি দেশের সাথে ফ্লাইট চালু রাখা হলেও পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে সেগুলো বন্ধ করা হবে বলেও জানান তিনি। বিমানবন্দরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান।
দেশে প্রায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত আক্রান্তদের সবাই বিদেশ ফেরত ও তাদের পরিবারের সদস্য। এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ কয়েকটি দেশের সাথে বিমান চলাচল বন্ধ ঘোষণা করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই সংবাদ সম্মেলন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক’র চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন- কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত থেকে ৩১ মার্চ পর্যন্ত কোন ফ্লাইট বাংলাদেশে অবতরণ করতে পারবে না ।
ফ্লাইট নিষেধাজ্ঞার আওতায় থাকা ১০টি দেশ কোন নাগরিককে এই সময়ে বাংলাদেশ থেকে ফেরত নিতে চাইলে বিশেষ ফ্লাইটে নিতে হবে জানিয়ে,প্রয়োজন হলে নিষেধাজ্ঞার বাইরে থাকা চার দেশেও ফ্লাইট বন্ধ করে দেয়া হবে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। সাংবাদিকদের মতো বিমান কর্মীরাও সাধারণ মানুষের সেবায় ঝুঁকি নিয়ে কাজ করছে জানিয়ে, তাদের নিরাপত্তায় পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে বলেও জানান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।