করোনা ভাইরাস থেকে বাঁচতে বড় সমাবেশ এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহবান

- আপডেট সময় : ০৭:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস থেকে বাঁচতে বড় সমাবেশ এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। সচিবালয়ে করোনা প্রতিরোধ ও মোকাবেলা সংক্রান্ত জাতীয় কমিটির সভাশেষে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, মহানগরীর হাসপাতালে চারশ’ ও জেলা শহরগুলোতে একশ’ শয্যার আলাদা ওয়ার্ড প্রস্তুত রাখা হবে।
রোববার হঠ্যাৎ করেই করোনা আক্রান্ত তিনজনের খবর নিশ্চিত করে, আইইডিসিআর।
সোমবার এ নিয়ে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় কমিটির বৈঠক হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ডিসেম্বর থেকেই করোনা মোকাবেলায় প্রস্তুতি নেয়া হয়েছে। বিভাগ ও জেলা শহরগুলোকে নির্দেশনা দেয়া আছে।
মন্ত্রী জানান, আক্রান্ত হলেও আতঙ্কিত না হয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, গণজমায়েত বর্জন এবং বিদেশ ভ্রমণ পরিহার করা উচিৎ। একই সঙ্গে, প্রবাসীদের দেশে না আসার কথা বলেন তিনি।তবে, স্কুল-কলেজ বন্ধ বা ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতি আসেনি বলে মনে করেন মন্ত্রী।