করোনা ভাইরাস কেড়ে নিয়েছে শিশুদের ঈদের আনন্দ

- আপডেট সময় : ০৭:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / ১৬৪১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস কেড়ে নিয়েছে শিশুদের ঈদের আনন্দ। নেই বাইরে যাওয়ার তাড়া। টিভি দেখে কিংবা গেইমস খেলেই ঈদ আনন্দ উপভোগ করছে চোট্টোমনিরা। ঈদের পরদিন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো একেবারেই ফাঁকা। ঘরে পরিবারের সদস্যদের সঙ্গেই দিনযাপন করছে শিশুরা। টানা ঘরে থাকার ক্লান্তি দূর করতে, কেউ কেউ সন্তানদের নিয়ে আসেন আশপাশের বিনোদন কেন্দ্রে।
মনিপুর স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রাইসা।পরিবারের সাথে রাজধানীর মিরপুরে, প্রতিবছর ঈদের পরদিন বাবা মায়ের সাথে বেড়াতে যায় বিনোদন কেন্দ্রে। কিন্তু করোনার কারণে এবছর সেটি হচ্ছে না। ঘরে বসেই টিভি দেখে পার করছে সময়। অনেকই শিশুই ভার্চুয়ার জগতে পার করে সময়।
অভিভাবকরা বলছেন, ছেলে মেয়েরা বাহিরে যেতে চাইলেও করোনা পরিস্থিতি ভয়াবহতা বুঝিয়ে, তাদের বাসায় রাখার চেস্টা করা হচ্ছে।
রাজধানীর উন্মুক্ত বিনোদন কেন্দ্রগুলো বলতে গেলে একেবারেই ফাঁকা। হাতিরঝিল ও ধানমণ্ডি লেকে হাতেগোনা কিছু দর্শনার্থীর দেখা মিলে। কোনো কোনো অভিভাবক সন্তানদের নিয়ে এসেছেন দীর্ঘ ঘরবন্দীর একগুয়েমি কাটাতে।
ঈদ বিনোদনের অন্যতম প্রধান আকর্ষণ মিরপুর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় জাদুঘর, শিশুপার্ক করোনার কারণে যথারীতি বন্ধ রয়েছে।