করোনা ইস্যুতে বিশেষ সতর্কতায় চলছে আখাউড়া স্থলবন্দরে যাত্রী পারাপার

- আপডেট সময় : ১০:৪৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে দেশে তিনজন আক্রান্ত হওয়ার খবরে বিশেষ সতর্কতায় চলছে আখাউড়া স্থলবন্দরে যাত্রী পারাপার। আগের চেয়ে অনেক বেশি যাচাই-বাছাই করে দু’দেশের যাত্রীদের পারাপারের অনুমতি দেয়া হচ্ছে। এদিকে, করোনা সতর্কতার কারণে কসবা সীমান্ত হাটের কার্যক্রম দু’মাসের জন্য বন্ধ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। এছাড়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৭০ বিশেষজ্ঞ প্রকৌশলীকে আপাতত দেশে না আনতে পররাষ্ট্র ও জ্বালানি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সিভিল সার্জন অফিস। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশের প্রতিবেদন। জানাচ্ছেন সাজিয়া আক্তার।
বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবরে ভারত, আগরতলা স্থলবন্দর হঠাৎ বন্ধ করে দিলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কাজও বন্ধ হয়ে যায়। পরে বিশেষ সতর্কতায় আবার যাত্রী পারাপার শুরু হয়েছে। এজন্য শারীরিক পরীক্ষার পাশাপাশি যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে উভয় দেশই। তবে ভাইরাস পরীক্ষায় পর্যাপ্ত যন্ত্রপাতি স্থাপনের দাবি যাত্রীদের।
এদিকে, আগামী আগামী ২৬ মার্চ আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র মেরামতে জার্মানি, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভারত থেকে ৭০ সদস্যের বিশেষজ্ঞ প্রতিনিধি দল আসার কথা থাকলেও এ মুহূর্তে তাদের না আনার পরামর্শ দিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে সিভিল সার্জন অফিস। সেই সাথে করোনা প্রতিরোধে জেলার কসবা সীমান্ত হাট দু’মাস বন্ধ রাখারও প্রস্তাব পাঠানো হয়েছে।
এদিকে, জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা করা হয়েছে। করোনা আক্রান্ত রোগী পাওয়া গেলে সেখানে চিকিৎসা দেয়া হবে। জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা ভাইরাস সংক্রান্ত আলোচনা সভায়, ভাইরাসটি প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হতে নির্দেশনা দেয়া হয়েছে।
এসএটিভি, নিউজ ডেস্ক।