করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ১৬২৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসি এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার উপসর্গ দেখা দেয়ার পর টেস্ট করতে দিলে বুধবার সেই টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। মন্ত্রী এখন এভার কেয়ার হাসপাতালে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন বলে জানান জনসংযোগ কর্মকর্তা। ৭০ বছর বয়সী টিপু মুনশি শারীরিকভাবে সবল আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান লতিফ বকসি। সবশেষ গত ১৫ জুন সংসদে সম্পূরক বাজেট পাস হওয়ার সময় বাণিজ্যমন্ত্রী অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন।