করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে নীলফামারীর উত্তরা ইপিজেডে কর্মরত এক চীনা নারীকর্মী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে নীলফামারীর উত্তরা ইপিজেডে চাইনিজ কোম্পানিতে কর্মরত এক চীনা নারীকর্মী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বেলা একটার দিকে, জ্বর নিয়ে ওই চীনা নাগরিক ভর্তি হলে তাকে করোনা ইউনিটে রাখা হয়। গত ৪ ফেব্রুয়ারি ওই চীনা নাগরিক বাংলাদেশে আসেন। তিনি নীলফামারী উত্তরা ইপিজেডের একটি কোম্পানিতে চাকরি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল থেকে জ্বর অনুভূত হলে ওই চীনা নাগরিক দুপুরে হাসপাতালে ভর্তি হন। তবে পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে সে করোনা ভাইরাসে আক্রান্ত কি-না। এর আগে আরো তিনজন চীন-ফেরত বাংলাদেশী শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি হলেও পরীক্ষা-নিরীক্ষার পর কারো শরীরেই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।