করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী সতর্কতা জারি থাকলেও চট্টগ্রামের চিত্র ভিন্ন

- আপডেট সময় : ১২:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলতে দেশব্যাপী সতর্কতা জারি থাকলেও চট্টগ্রামের চিত্র ভিন্ন। সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে নিয়ন্ত্রণহীন মিছিল-মিটিং ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তাদের দাবি, বাংলাদেশের আবহাওয়ায় করোনা ভাইরাস প্রবেশের সুযোগ নেই। তাই প্রচারণায় সতর্কতার দরকার নেই। তবে এমন যুক্তির বিজ্ঞানসম্মত কোন ব্যাখ্যা নেই বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন।
আনুষ্ঠানিক প্রচারণা শুরু প্রথম দিন প্রধান দুই প্রার্থীর মুখেই গুরুত্ব পেয়েছিলো করোনা ভাইরাস প্রসঙ্গ। প্রচারণায় বাড়তি সতর্কতার পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করার প্রতিশ্রুতি দেন প্রতিদ্বন্ন্দ্বী দু’প্রার্থী।
কিন্তু প্রচারণা শুরুর পর পাল্টে যায় অবস্থান। সবচেয়ে বেশী জনসমাগম ঘটিয়ে প্রচারণা চালাচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন। পিছিয়ে নেই আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী। নির্বাচনী প্রচারণায় দুজনের অবস্থান দুই মেরুতে হলেও প্রচারণায় জনসমাগম ঘটানোর পক্ষে একাট্টা দু’জনই। করোনা ভাইরাস নিয়েও নিজস্ব ব্যাখ্যা আছে তাদের।
প্রার্থীদের এই ব্যাখ্যার কোন ভিত্তি নেই দাবি করে নির্বাচনী প্রচারণায় জনসমাগম নিয়ন্ত্রনে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন চট্টগ্রামের সিভিল সার্জন। আন্তর্জাতিক বিমান বন্দরের পাশাপাশি সমুদ্র বন্দরের কারণে চট্টগ্রামে করোনা ভাইরাস ছড়িয়ে পরার ঝুঁকি ঢাকার চেয়ে বেশী। তবে চট্টগ্রামে এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া না গেলেও কোয়ারেন্টেনে পর্যবেক্ষণে আছেন দেশি বিদেশী ১৯ নাগরিক।