করোনা ভাইরাসের কারণে ২১ বছর বয়সেই প্রাণ গেল ফ্রানসিস্কো গার্সিয়ার

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে ২১ বছর বয়সেই প্রাণ গেল স্প্যানিশ ফুটবল কোচ ফ্রানসিস্কো গার্সিয়ার। করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে গিয়েছিলেন কদিন আগেই।
গিয়ে জানতে পারেন করোনার সঙ্গে দুরারোগ্য লিউকেমিয়া রোগেও আক্রান্ত এই স্প্যানিশ কোচ। বয়স কম হওয়ায় সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলেও, শেষ পর্যন্ত লিউকোমিয়া আর করোনার সঙ্গে লড়াইয়ে জিততে পারেননি গার্সিয়া। গার্সিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ফ্রানসিস্কো গার্সিয়ার এমন অকল মৃত্যুতে ক্লাব অ্যাটলেটিকো পোর্টাডা আল্টার সভাপতি পেপ বুয়েনো–সহমর্মিতা জানিয়েছে। এদিকে, করোনা ভাইরাসের কারণে এর মধ্যেই স্থগিত হয়ে গেছে বিশ্বের প্রায় সব ধরনের খেলাধুলা। ফুটবল তো বটেই। ইউরোপের প্রায় সব লিগই এখন বন্ধ।