করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে শুরু করেছে – বাণিজ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে শুরু করেছে উল্লেখ করে মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সামগ্রিক প্রভাবের বিষয়ে সোমবার প্রতিবেদন পেলে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। সকালে ঢাকার একটি হোটেলে ‘করপোরেট কানেক্ট : ২০২০ কনফারেন্স অ্যান্ড বিজনেস ফেয়ার’ অনুষ্ঠান শেষে, এসব জানান টিপু মুনশি।
বিশ্বব্যাংক গ্রুপ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর একটি হোটেলে ‘করপোরেট কানেক্ট : ২০২০ কনফারেন্স অ্যান্ড বিজনেস ফেয়ার’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনীতিতে কিছুটা প্রভাব পড়বেই। সামগ্রিক প্রভাব বিষয়ে সংশ্লিষ্টদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।তিনি জানান, পোশাক খাতের কাঁচামালসহ হাজার রকমের পণ্য আসে চীন থেকে। কাচামাল আসা বন্ধ হলে, করনীয় নিয়ে মন্ত্রণালয় সতর্ক আছে।
বিশ্বব্যাপী আমদানি রফতানির মন্দাভাবের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। দুই-তিন মাসের মধ্যেই তা ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন টিপু মুনশি।
আপস…