করোনা ভাইরাসের আক্রমন ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে বিমান কর্তৃপক্ষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিমান বন্দরের পরিচালক তৌহিদ-উল আহসান জানান, চীন থেকে আগতদের জন্য সম্পূর্ণ ব্যবস্থা আলাদা করা হয়েছে। এছাড়া দেশী-বিদেশী সব নাগরিকের ক্ষেত্রে থার্মাল স্ক্যান বাধ্যতামূলক করা হয়েছে। বিমান বন্দরে ৭ জন চিকিৎসক তিন শিফটে দায়িত্ব পালন করছেন। করোনা ভাইরাস যেন কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এমন বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। এর পাশাপাশি দেশের সবগুলো বন্দরেই নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। বিমানবন্দরে থার্মাল স্ক্যানার হয়েই প্রবেশ করছে সবাই। এতে ঝুঁকিপূর্ণ কেউ থাকলেই সনাক্ত করা যাবে অনায়েসে।