করোনা বিস্তার রোধে বিভিন্ন জেলায় সক্রিয় ভূমিকা পালন করছে সেনাবাহিনী

- আপডেট সময় : ০২:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
করোনা বিস্তার রোধে বিভিন্ন জেলায় সক্রিয় ভূমিকা পালন করছে সেনাবাহিনী।
ফেনীতে জেলা প্রশাসনের সহায়তায় মাঠে কাজ করছে সেনাবাহিনী। সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। টহলের সময় মাইকিং করে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জনসাধারণকে রাস্তায় বের না হয়ে ঘরে অবস্থান করতে তারা আহবান জানান। এ সময় তারা নিম্ন আয়ের মানুষদের মাঝে মাস্ক, সাবান, হ্যাণ্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক বিতরণ করে। পৌর কর্তৃপক্ষ শহরের সড়কগুলোতেও জীবাণুনাশক স্প্রে করছে।
গাইবান্ধায় সকাল থেকে শহুরের রাস্তাগুলোতে রয়েছে রেবের টহল। রাস্তায় তেমন লোকজন নেই বললেই চলে। বিভিন্ন মোড়ে মোড়ে রেব চেকপোষ্ট বসিয়েছে। বিভিন্ন বাজারে লোক সমাগম যাতে না বাড়ে সেজন্য সবাইকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে।
নেত্রকোণায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনকে সাহয্য করতে মাঠে কাজ কাজ করে যাচ্ছে সেনাবাহিনী প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে নেত্রকোনায় লোক জনসমাগম ঠেকাতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে কাজ করে যাচ্ছে। নেত্রকোণার সদরের পৌর শহরসহ বিভিন্ন উপজেলায় মাইকিং করে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনা মূলক মাইকিং করে যাচ্ছে। এছাড়াও যারা হোম কোয়ারেন্টনে আছে তাদের নিয়ম মেনে ঘর থাকার জন্য অনুরোধ জানাচ্ছে সেনা সদস্যরা।
এছাড়া করোনা ভাইরাস প্রদুর্ভাব রোধে নেত্রকোনা পৌর শহরের প্রধান প্রধান সড়কে প্রতিদিন জীবাণু নাশক ঔষধ স্প্রে করে যাচ্ছে সেনাবাহিনী ।
………