করোনা প্রতিরোধে আনসার ও ভিডিপির সচেতনমূলক অবস্থান কর্মসূচী পালন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে আনসার ও ভিডিপি করোনাভাইরাস প্রতিরোধে সবার জন্য মাস্ক ও ব্যাবহার বাধ্যতামূলক জন সচেতনমূলক অবস্থান কর্মসূচী পালন করেছে।
সকাল ১০ টার দিকে মানিকগঞ্জ বাসষ্টান্ড ও শহীদ রফিক সড়ক এলাকায় সচেতন মূলক ব্যানার,ফেস্টুন নিয়ে অর্ধশতাধিক আনসার ভিডিপির সদস্য নিয়ে অবস্থান এবং মাইকিং করে জনগণকে সচেতন করেন জেলা কমান্ডার শুভ্র চৌধুরী। এসময় সহকারী জেলা কমান্ডার এস,এম রায়হান হেলাল উপস্থিত ছিলেন। পরে তারাশহরেরবিভিন্নএলাকায় স্বাস্থ্য বিধি সম্বলিতশতাধিকব্যানার স্থাপনকরেন।