করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জায়গায় দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ

- আপডেট সময় : ০৬:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জায়গায় অসহায় দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছে জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠন। চাল, ডাল, সাবানসহ নানা সামগ্রী দেয়া হয়েছে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে।
গোপালগঞ্জে ঘরবন্দি ২১শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়। সকালে জেলা পরিষদ চত্ত্বরে দু:স্থ পরিবারের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক।
ময়মনসিংহের ভালুকায় করোনার প্রভাবে বেকার হয়ে পড়া এক হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা।
মৌলভীবাজারে বেকার, দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বিভিন্ন বস্তির ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হচ্ছে।
মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ নিজেদের বেতনের টাকা দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। সকালে থানা চত্তরে কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।।
জামালপুরে দুপুরে শহরের বোষপাড়ায় জেলা প্রশাসনের সহযোগিতায় ত্রাণ বিতরণ করে এক্স ক্যাডেট এসোসিয়েশন।
কুড়িগ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দুই শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
সাভারে হত দরিদ্র ও দিন মজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে আলম নগর ও সুগন্ধা হাউজিং সোসাইটি। সকালে হেমায়েতপুরে আলমনগর হাউজিংয়ে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নোয়াখালী পৌর এলাকায় ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন মেয়র শহিদ উল্যা খান। সকালে থেকে পৌর ভবনের সামনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
নড়াইলে সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা অসহায়দের মাঝে ১হাজার ২শত বস্তা ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
চাঁদপুরে দরিদ্রদের বাড়িতে খাবার পৌছে দিচ্ছে জেলা পুলিশ। এ ছাড়া জেলা বিএমএ সাবেক সভাপতি ডা. হারুন অর রশিদ দুস্থ এক হাজার পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
গাইবান্ধার উপজেলা চত্বরে আফরোজা বারীর পক্ষ থেকে ১ হাজার হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।