করোনা পরিস্থিতিতে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নোয়াখালী, সাতক্ষীরা ও ময়মনসিংহে করোনা পরিস্থিতিতে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
নোয়াখালীর কবিরহাট পৌর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। করোনা সংক্রমণ মোকাবিলায় ঘরেবন্দি ৫ হাজার পরিবারে খাবারসহ ত্রাণ সামগ্রী পৌছে দেন পৌর মেয়র জহিরুল হক রায়হান।
সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকের পক্ষে ৪ হাজার হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া কুলি-শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান। তিনি ১৬২ শ্রমিকের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেন।