করোনা পরবর্তী বিশ্ব-পরিস্থিতি মোকাবিলায় নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ

- আপডেট সময় : ০২:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
করোনা পরবর্তী বিশ্ব-পরিস্থিতি মোকাবিলায় নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল। তিনি বলেন, নিত্যপন্যের দাম বাড়লেও কমেছে সঞ্চয়। যে কারণে অর্থনৈতিক মন্দা বা যে কোনো দুর্যোগে সাধারণ মানুষ চরম বিপাকে পড়ে । তাই এ পরিস্থিতি থেকে উত্তরনে প্রয়োজন সঠিক বিনিয়োগ।
করোনা মহামারীতে বিপর্যস্ত ছিলো বিশ্ব অর্থনীতি। আমদানি-রপ্তানি বিনিয়োগ সবকিছুতেই নেমে এসেছিলো স্থবিরতা। মূল্যস্ফীতির কারণে বাড়ছে দ্রব্যমূল্য। সীমিত আয়ের মানুষ পড়ছে বিপাকে। দৈনন্দিন ব্যয় বেড়ে যাওয়ায় কমছে সঞ্চয়।
এমন বাস্তবতায় এক কঠিন সময় পার করছে নিম্ম ও মধ্যম আয়ের মানুষ। ব্যবসা-বাণিজ্য, চাকরি বা কর্মসংস্থানের পথ হারিয়ে নি:স্ব হয়েছেন অনেকে । তাই পরিস্থিতি মোকাবিলায় সঠিক বিনিয়োগের তাগিদ এই অর্থনীতিবিদের ।
১ কোটি ২০ লাখ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা রয়েছে মধ্যপ্রাচ্যসহ ৯২ টি দেশে। তাদের পাঠানো অর্থ দিয়ে পরিবার-পরিজন স্বচ্ছলভাবে চললেও কর্মজীবন শেষে তাদের থাকে না কোনো সঞ্চয়। এজন্য দেশে এবং বিদেশে বিনিয়োগের বিকল্প নেই বলে মনে করেন ড. সায়েম আমীর ফয়সল।
দেশে বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতির চাকা সচল হবে। যার সুফল পাবে খেটে খাওয়া সাধারণ মানুষ । এমনটাই মনে করেন ড. সায়েম আমীর ফয়সল।