করোনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টির অপরাধে ৫ জন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ১৬০৭ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির অপরাধে ৫ জনকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
দুপুরে নগরীর ধাপ এলাকায় ডিবি পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ জানান, গত ৩ এপ্রিল ‘করোনা ভাইরাস সেফ বাংলাদেশ’ নামক গ্রুপে আশিক সরকার নামে এক যুবক নগরীর ধাপ এলাকায় সৌদি প্রবাসী করোনায় মারা গেছে। ওই এলাকা পুলিশ ঘিরে রেখে লকডাউন করা হয়েছে উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেন। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে জনমনে আতংঙ্ক তৈরী হয়। পরে রাতেই মেট্রোপলিটন পুলিশের একটি দল গাইবান্ধা ও রংপুর থেকে ফেসবুক গ্রুপের মডারেটর ও অ্যাডমিনসহ ৫ জনকে আটক করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশ কমিশনার।