করোনা নিয়ন্ত্রনে বাংলাদেশ এশিয়া মহাদেশে প্রথম স্থান অধিকার করেছে : স্বাস্থ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রনে বাংলাদেশ আমেরিকাকে ছাড়িয়ে গেছে এবং এশিয়া মহাদেশে প্রথম স্থান অধিকার করেছে। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনষ্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি বলেন, স্বাস্থ্য সেবায় দেশ অনেক এগিয়ে গেছে। প্রাইমারি লেভেলে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। চক্ষু সেবায় এখন আর বিদেশ যেতে হয় না রোগীদের। দেশেই বিশ্বমানের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে জেলা পর্যায়ে এই সেবার মান বাড়াতে আরো বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবলের প্রয়োজন । স্বাস্থ্য মন্ত্রী বলেন, উন্নত দেশ হতে হলে অবশ্যই স্বাস্থ্যখাত কে আরো উন্নত করত হবে। দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে নতুন করে আরও চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে বলেও জানান তিনি।