করোনা থেকে ফিরেই জোড়া গোল রোনালদোর

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
করোনা থেকে ফিরেই জোড়া গোল রোনালদোর
করোনাভাইরাস জয় করে ফিরেই দলকে জেতালেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেজিয়াকে মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে জুভেন্টাস। এদিন দুটি গোল করেন রোনালদো।
মাত্রই করোনা টেস্টে নেগেটিভ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে কোনরকম সমস্যা বোধ না করায় বেঞ্চে রাখা হয় রোনালদোকে। ফার্স্ট হাফে মোরাতার গোলে লিড নিলেও সেটা শোধ দিয়ে দেয় স্পেজিয়া।
৫৬ মিনিটে সমতায় চলতে থাকা ম্যাচে মাঠে নামেন রোনালদো। মিনিট দুয়েকের মধ্যেই পেয়ে যান গোলের দেখা। ওখানেই শেষ না মাঝে রাবিওতের এক গোলের পরা একেবারে শেষদিকে পেনাল্টি থেকে জোড়া পূর্ণ করেন সিআরসেভেন।
ওতেই ৪-১ এর সহজ জয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে স্পেজিয়ার মাঠ থেকে ফেরে য়্যুভেন্তাস। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্রই শেষ হওয়া বিগ ম্যাচে আর্সেনাল হারিয়েছে ম্যানইউকে। স্কোরলাইন ১-০।