করোনা ও শীত মোকাবিলায় লালমনিরহাট, গাইবান্ধা ও মাদারীপুরে মাস্ক বিতরণ

- আপডেট সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনা ও শীত মোকাবিলায় লালমনিরহাট, গাইবান্ধা ও মাদারীপুরে মাস্ক বিতরণ করা হয়েছে। একইসঙ্গে দেশজুড়ে চলছে শীতবস্ত্র বিতরণ।
লালমনিরহাটের বিলুপ্ত বাশপঁচাই ছিটমহলের বাসিন্দাদের মাদক, যৌতুক ও জুয়া থেকে সরে থাকতে শপথ বাক্য পড়ান পুলিশ সুপার আবিদা সুলতানা। দুপুরে সদর উপজেলার বোয়ালমারী বাশপঁচাই আদর্শ একাডেমির আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করেন। এ সময় ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ৩শ মানুষকে করোনা সুরক্ষা উপকরণ সামগ্রী এবং শীতবস্ত্র দেয়া হয়।
গাইবান্ধায় লেডিস ক্লাবের আয়োজনে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে সদরের রুপার বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে অসহায়, বিধবা ও দুঃস্থদের হাতে এই সামগ্রী তুলে দেয়া হয়।
মাদারীপুরের কালকিনিতে সকালে আলীনগর ইউনিয়নে নিজবাড়িতে ৭শ’ মানুষের মধ্যে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও শীতব্স্ত্র বিতরণ করেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইউনুস।