করোনা উপসর্গ নিয়ে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৬:৩৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা, ফেনী, মাদারীপুর, রাঙামাটি, ময়মনসিংহ, সাতক্ষীরা ও মানিকগঞ্জে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৬ জন মৃত্যুবরণ করছেন। এরা হলেন কুমিল্লার রফিকুল ইসলাম, সহিদুজ্জামান, ইকবাল হোসেন, খালেক মিয়া, রফিক মিয়া ও চাঁদপুরের আব্দুল খালেক। সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
ফেনীতে জ্বর ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে দুই নারীসহ ৩ জন মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় তারা ফেনী জেনারেল হাসপাতালে মারা যান। তিনজনই আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া।
মাদারীপুর শহরের পানিছত্র আল-জাবির উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আব্দুল লতিফ হাওলাদার নামে এক বৃদ্ধ রাতে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা গেছেন। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন জানান, করোনা উপসর্গে মারা যাওয়া ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তার এ্যাজমা ও ডায়বেটিসের সমস্যাও ছিল।
রাঙামাটিতে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন সেন্টারে মারা গেছেন এক বৃদ্ধা। তিনি রাঙামাটি শহরের বাসিন্দা ছিলেন। করোনার নিয়ম মেনেই তার দাফন হবে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
ময়মনসিংহের ভালুকায় জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথার মত করোনার উপসর্গ নিয়ে লিটন মিয়া নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার বাসা থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আমেনা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। গেলো রাত ১১টায় তিনি মারা যান।
চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে সোলায়মান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। সোলায়মান জ্বর ও গলাব্যথা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হলে ১৫ জুন তার নমুনা সংগ্রহ করা হয়।
মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন ৬০ বছরের পরিচয়হীন এক নারী। সকালে তিনি মারা যান। গত ৬ জুন এক ব্যক্তি অজ্ঞাতনামা ওই নারীকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন।