করোনা উপসর্গ নিয়ে ৫ জেলায় আরো ১২ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে ফেনীতে ৪ জন, কুমিল্লায় ৪ জনসহ ৫ জেলায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে।
ফেনীতে জ্বর-শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন করেছেন। মঙ্গলবার দুপুরে ও রাতে তাদের মৃত্যু হয় ।
কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে আজও ৪ জন মারা গেছে। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন মহিলা।
করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলশনে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে।
মাদারীপুর শহরের থানতলী এলাকার জুলফিকার ফকির নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছে।
শরীয়তপুরের সদরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যাংকারের মৃত্যু হয়েছে। সে জনতা ব্যাংক শরীয়তপুর শাখার ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিল।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।