করোনা উপসর্গ নিয়ে ৩ জেলায় মোট পাঁচজনের মৃত্যু

- আপডেট সময় : ১২:১২:০২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও জুড়ীতে করোনা উপসর্গে দু’জন এবং দিনাজপুর ও ঝিনাইদহে আরো তিনজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
সর্দি, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের শাওনচড়া গ্রামের ৬০ বছর বয়সী আছহাব মিয়া গত সন্ধ্যায় নিজ বাড়িতে এবং রহিমউল্লাহ নামে এক বৃদ্ধ মৌলভীবাজার হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যায়। গেলো রাতেই মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও জুড়ীতে করোনা উপসর্গে মারা যাওয়া এ দু’জনের দাফন করেছে ইকরামুল মুসলিমীন নামে একটি সংগঠন। এ নিয়ে জেলায় করোনা উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।
জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির তিন ঘন্টা পর মারা গেছেন দিনাজপুরের বীরগঞ্জের এক স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ১৮ জন।
ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে রতন মুন্সী নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। গেল রাতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। রতন মুন্সী কালীগঞ্জ উপজেলার ফয়লা দাসপাড়া এলাকার ইউসুফ মুন্সীর ছেলে।