করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারে দুইজন ও ঝিনাইদহে একজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
জ্বর-সর্দি-কাশি-গলা ব্যথাসহ করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারে দুইজন ও ঝিনাইদহে একজনসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উচাইলে বিদ্যুৎ জ্যোতি ভট্টাচার্য নামে একজন মারা যান। রাত ৮টায় মৌলভীবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ৪/৫দিন ধরে তিনি করোনা উপসর্গে ভূগছিলেন। এদিকে, জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা রজাক মিয়া সর্দি-জ্বর-কাশি-গলাব্যথাসহ করোনা উপসর্গে নিজ বাড়িতে মারা যান।
এদিকে, ঝিনাইদহে করোনা উপসর্গে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।














