করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা, মাদারীপুর ও ফেনীতে সাত’জনের মৃত্যু

- আপডেট সময় : ০৬:০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা, মাদারীপুর ও ফেনীতে সাত’জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছে। এদের মধ্যে দু’জন মহিলা। এরা সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। মৃতরা হলেন- কুমিল্লার সাজেদা বেগম, রহিমা বেগম, নকুল চন্দ্র দাস, আজিজ আহমেদ ও চাঁদপুরের ইমাম হোসেন।
করোনা উপসর্গ নিয়ে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শরীয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নের লাভলু শিকদার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। লাবলু শিকদারকে স্বজনরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই তার মৃত্যু হয়।
ফেনীর সোনাগাজীতে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে জিয়াউল হক বাচ্চু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালি গ্রামের বাড়িতে তিনি মারা যান। মতিগঞ্জের ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ কিছু স্বাস্থ্যসমস্যায় তিনি অসুস্থ ছিলেন।