করোনা উপসর্গে রাজধানী ঢাকায় এই প্রথম একজন সাংবাদিকের মৃত্যু

- আপডেট সময় : ০২:০০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনা উপসর্গে রাজধানী ঢাকায় এই প্রথম একজন সাংবাদিকের মৃত্যু হয়েছে। তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যেই মারা যান তিনি।
ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে রাত সোয়া ১০টায় মৃত্যু হয় দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকনের। হাসপাতালটির চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ জানান, দুটি সরকারি হাসপাতাল ঘুরে রাত সোয়া ৯টার দিকে সাংবাদিক হুমায়ূন খোকনকে রিজেন্ট হাসপাতালে আনা হয়। তখনই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। ডাক্তারদের চেষ্টার মধ্যেই রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার শ্বাসকষ্ট ও মাথাব্যথা বেড়ে শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে হাসপাতালে নেয়া হয়। হুমায়ুন কবির খোকনের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। হুমায়ুন কবির খোকনের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এদিকে, সময়ের আলো কর্তৃপক্ষ জানিয়েছেন, হুমায়ুন কবির খোকন করোনা আক্রান্ত হয়েই মারা গেছেন। তার স্ত্রী ও সন্তানদের আইসোলেশনে রাখা হয়েছে।