করোনা আতঙ্কে সব ধরনের ক্রিকেট আগামী ৬০ দিনের জন্য বন্ধ ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনা আতঙ্কে সব ধরনের ক্রিকেট আগামী ৬০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রেসিডেন্ট দেশকে দুর্যোগের সময় আখ্যা দেওয়ার পরেই এই ঘোষণা দেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড।
করোনা ভাইরাসের কারণে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক দেশের জাতীয় ও ঘরোয়া টুর্নামেন্ট। এবার যুক্ত হলো দক্ষিণ আফ্রিকা। করোনা আতঙ্কে ক’দিন আগে সিরিজের মাঝ পথে ভারত থেকে দেশে ফিরেছে ডি কক-ডু প্লেসিরা। এবার ঘরোয়া ক্রিকেটও স্থগিত করলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এমন নিষেধাজ্ঞায় চলতি মাসেই দেশের দুটি টুর্নামেন্ট–ওয়ানডে কাপের সেমিফাইনাল ও ফাইনাল আপাতত আর মাঠে গড়াচ্ছে না।