করোনা আতঙ্কের মধ্যেই শুরু হলো উপনির্বাচনে ভোট

- আপডেট সময় : ১০:৪০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
করোনা আতঙ্কের মধ্যেই শুরু হলো ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে ভোট। ৯টায় শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।
গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন ব্যালট পেপারে ভোট হলেও ঢাকা-১০ আসনের নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে ইভিএমে। ঢাকা-১০ আসনের মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ২৮১জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১৭ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৭৭৬ জন। এই নির্বাচনে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাগেরহাট-৪ আসনে মোট ভোটার ২ লাখ ৯৭ হাজার ৪৩৪ জন। ভোট কেন্দ্র ১৪৩ টি এবং ভোট কক্ষ ৬২৯টি। এই নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাইবান্ধা-৩ আসনে জেলার সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলা রয়েছে। এতে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৩২ এবং ভোট কক্ষ ৭৮৬টি। এই নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।