করোনা আক্রান্ত হয়ে ৫ জেলাতে ৬ জনের মৃত্যু

- আপডেট সময় : ১২:১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরায় দু’জনসহ মৌলভীবাজার, মাদারীপুর, কুমিল্লা ও নোয়াখালীতে ৬ জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরায় ২৪ ঘন্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে আরো দু’জনের মৃত্যু হয়েছে। মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, গোলো রাতে সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজী আব্দুল মতিন ও তালা উপজেলার বারুইহাটি গ্রামের বজলুর রহমান গাজী নিজ নিজ বাড়িতে মারা যান।
মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়ে সামসুল হক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গেলোরাতে শহরের গির্জাপাড়া এলাকার বাসিন্দা সামসুল হক সিলেট নর্থইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের আইসোলেশনে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি গ্রামে। আলমগীর বেপারী নামের ওই ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে সেলিমুল ইসলাম নামে একজন মৃত্যুবরণ করেছে। গেল রাত ২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
এদিকে, নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।