করোনা আক্রান্ত হয়ে রংপুর, কক্সবাজার ও পঞ্চগড়ে তিনজনের মৃত্যু

- আপডেট সময় : ০১:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে রংপুর, কক্সবাজার ও পঞ্চগড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
রংপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সামসুল হুদা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূর-উন-নবী জানান, ঊনসত্তর বছর বয়সী সামসুল হুদা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপার টেনশন ও হৃদরোগে ভুগছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ২২ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পর্যটন নগরী কক্সবাজারে করোনায় আক্রান্ত হয়ে নুরুল ইসলাম নামে আরো একজনের মৃত্যু হয়েছে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুরুল ইসলাম টেকনাফের শাহপরীর দীপ এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।
পঞ্চগড়ে করোনায় আক্রান্ত ৮৫ বছর বয়সী আরেক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে ওই বৃদ্ধ দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মহতপাড়া এলাকায় নিজ বাড়িতে মারা যান বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান।