করোনা আক্রান্ত হয়ে দিনাজপুর, মাদারীপুর, মৌলভীবাজার ও বরগুনায় আরো চারজনের মৃত্যু

- আপডেট সময় : ১২:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে দিনাজপুর, মাদারীপুর, মৌলভীবাজার ও বরগুনায় আরো চারজনের মৃত্যু হয়েছে।
কারোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় দিনাজপুরে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ৬৩ জনে।
মাদারীপুরের শিবচরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেলরাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। মৃতব্যক্তি গত কয়েক দিন আগে করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।
মৌলভীবাজারের রাজনগরের কামারচাক ইউনিয়নের খাসপ্রেমনগর গ্রামের মজবিল মিয়া করোনা আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে গেলরাতে মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত ছমির আলীর ছেলে। গত ২৮ আগস্ট নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজেটিভ সনাক্ত হওয়ার পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে বরগুনায় করোনায় আক্রান্ত হয়ে জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজের বাবা মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান। সোমবার সন্ধ্যায় সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।