করোনা আক্রান্ত হয়ে ঢাকার ধামরাই ও দিনাজপুরে ৪ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে ঢাকার ধামরাই ও দিনাজপুরে ৪ জনের মৃত্যু হয়েছে।
ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘন্টায় এক চিকিৎসকসহ ষাটোর্ধ আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৪ জনে। ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা নতুন দূ’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বালিয়া ইউনিয়নের ৭৫ বছর বয়সী চিকিৎসক জলিলুর রহমান এবং কুমরাইল এলাকার ৬৫ বছর বয়সী আঃ লতিফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
দিনাজপুরে করোনায় এক পুলিশ সদস্যসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ৭ জন মারা গেল। সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, জেলার বীরগঞ্জে এক পুলিশ সদস্য ও নবাবগঞ্জে আরেকজন মারা গেছে।



















