করোনা আক্রান্ত হয়ে ঝিনাইদহ ও মৌলভীবাজারে দুইজনের মৃত্যু

- আপডেট সময় : ১২:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে ঝিনাইদহ ও মৌলভীবাজারে দুইজনের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে সাবেক কাস্টমস সুপার গোলজার হোসেনের মৃত্যু হয়েছে। তিনি শহরের আদর্শপাড়ার ইলাহী বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান জানান, সাবেক কাস্টম সুপার গোলজার হোসেন বেশ কিছু দিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। করোনা উপসর্গ দেখা দিলে তাকে গত ২৪ আগষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে তিনি মারা যান।
এদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারী শ্রীমঙ্গল ক্যাথলিক মিশন রোডের বাসিন্দা দিলিপ পালের স্ত্রী প্রনতি রানী পাল। সকাল ৮টায় সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।