করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৩ জনসহ তিন জেলায় ৬ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৩ জনসহ তিন জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে করোনা ভাইরাসে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি। সকাল ১০টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত এই ৩ জনের মৃত্য হয়।
মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। শহিদুল সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের মোহসিন উদ্দিনের ছেলে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ক’দিন ধরে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গতরাতে তিনি মারা যান।
এদিকে, বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন ও জাহানারা বেগম নামে এক নারী মারা গেছেন।























